জীবন নামক বাহনটাতে
ঘুরছি মোরা যত
হঠাৎ একদিন থমকে যাবে
ঘুরবে না তার মত  ।


নিঃশ্বাস যখন ফুরিয়ে যাবে
বিকল হবে দেহ
আমরা তখন হারিয়ে যাব
থাকবে মোদের গেহ  ।


আমরা যখন অতীত হবো
অতীত হবে স্মৃতি
থাকবে শুধু মোদের গড়া
সামান্য যা কীর্তি  ।


তখন মোদের মনের শত আশা
লক্ষ-কোটি পণ
সবকিছুই বিলীন হবে
যখন হবে যে মরণ  ।