পৃথিবী আজ কলঙ্কিত   ।
চারিদিকে লাশের স্তুপে
ঢাকা পড়ে গেছে মনুষ্যত্ব  ।
হৃদয় দুয়ারে লেগেছে খরা
মমত্ববোধ বলে কিছু নেই
মানুষের হৃদয় প্রান্তরে   ।
হিংসা-প্রতিহিংসায় জ্বলে গেছে বিবেক  ।
বাতাসে-বাতাসে লাশের দূর্গন্ধ
পথ-ঘাট ভেসে গেছে রক্তের স্রোতে  ।
শকুনের চোখে-মুখে হাসি
পায়ের নখ-ঠোঁট শাণিত করেছে  ।
এতোদিন মৃত পশুর গোশতে করেছে ভূরিভোজ
আজ মানবের গোশতে   ।
তার অনেকদিনের সাধ পূর্ণ হয়
এই মানবেরই কারণে,
যে মানবগুলো শকুনের চেয়েও
ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত   ।
সেও মেটায় আজ সাধ শকুনের সাথে
ক্ষুধা আর তৃষ্ণা মানবের রক্তে  ।


রচনাকাল-২৭/০২/২০০৭
কাব্যগ্রন্থ- ভাবনার আকাশে মেঘ  (২০১১)