ফাগুন আসে, আসে একুশ
ফোটে শিমুল-পলাশ
পাখিরা গেয়ে ওঠে গান ।
সূর্য ওঠে, আলো ফোটে
এমনি ভাবেই আসে দিন, আসে রাত ।
প্রাণের একুশে বইমেলা বাড়তে-বাড়তে
বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে
সোহরাওয়ার্দী উদ্যানমুখী দেয় ছুট ।
প্রভাতফেরিতে স্বজন চলে
শহিদ মিনারও ঢেকে যায় ফুলে-ফুলে ।
আসে না শুধু রফিক, জব্বার, বরকত ।
ওরা আসে না বড় অভিমানে,
ওদের বিরহে কাঁদে বর্ণমালা, কাঁদে স্বজন ।
কোন ভাবেই আসে না ওরা,
জানি আসবে না কোনদিন ।
তবু অপেক্ষায় থাকি;
অপেক্ষায় থাকে বর্ণমালা-স্বজন
একদিন আসবে ওরা
আসবে ওদের স্বপ্ন হয়েই ।


(  ইচ্ছে ছিল লেখাটা একুশে ফেব্রুয়ারি আসরে দেব কিন্তু একুশ তারিখ থেকে গতকাল পর্যন্ত ব্যক্তিগত সমস্যার কারণে আসরে কোন কবিতা দিতে পারিনি ।  তাই কবিতাটি আজ দিলাম  )