রাতের গন্ধ শুঁকে শুঁকে
খুঁজে ফিরি ভোরের সূর্য
জলের শরীরে দেখতে পাই
জলন্ত অগ্নিপিণ্ড
সোহাগী চাঁদের বুকে খেলা করে
কলঙ্কিত বুড়ি
কাকের কণ্ঠে কোকিলের সুর ওঠে
সময়ের ঘারে চড়ে বসে অসময়  ।


এমন নিয়মেই বসুধার বুক চিরে
রচিত হয় নতুন দিনের কাব্য
মানুষের মন থেকেও মুছে যায় সব
শুধু পথ চেয়ে বসে থাকে অনাগত স্বপ্ন  ।