হয়তো কোন একদিন অবসাদ ক্লান্ত দেহে
তোমারই আঙিনায় কিংবা দখিনা বাতায়ন পাশে
তোমারে একবার দেখিবার তরে
জীবনের সায়াহ্ন বেলায়
বড় অপেক্ষায় রহিব বসে
ছিন্নবস্ত্রে কিংবা উস্কো-খুস্কো চুলে
নয়তো বা রুগ্ন মলিন দেহে; অশ্রুহীন নয়নে  ।
সেদিন আমারে চিনিবে না তুমি
কিছুতেই পড়বে না মনে
ভুলে যাওয়া অজস্র স্মৃতির পাতা হতে
একটি শুষ্ক লাইন  ।
হয়তো ভিখারি
নয়তো বা অচেনা পথিক ভেবে
একবারও নয়ন রাখবে না তুমি
আমার এ রুগ্ন-ক্লান্ত দেহে  ।
তবু আমি তোমার অপেক্ষায়
জীবনের শেষ সময়টুকু
তোমার আঙিনায় কাটিয়ে দেব
শুধু তোমারেই ভালবেসে  ।
আমার এ ভালবাসা যদি হয় স্বার্থহীন
তবে অবশ্যই কোন একদিন
কোন এক ক্ষণে
আমারে পড়বে তোমার মনে  ।
যেদিন আমার কোন স্মৃতি চিহ্ন
রইবে না পড়ে এই পৃথিবীর পথে  ।
শুধু মোর সমাধিক্ষেত্র রহিবে অপেক্ষায়
যদি সেথায় তোমার পদধূলি পড়ে  ।
ফুল নয়; নয়নের অশ্রু নয়
নয়কো তোমার ভালবাসা,
শুধু এ আশায় রহিব চেয়ে
নয়নের দেখা যদি দেখে যাও তুমি
আমার এ সমাধিক্ষেত্র ক্ষণিকের তরে  ।