ঠিকানা জানা নেই বলে
এক ঠিকানাবিহীন খামে
পাঠিয়ে দিলাম তোমায়
আমার হৃদয়ের অব্যক্ত কথামালা ।
ছন্দে ছন্দে নয়, একেবারে সোজা-সাপ্টা
নির্দ্বিধায় অকপটে লজ্জাহীন।
তুমি পড়ে দেখো প্রেমের স্বরলিপি
কি যন্ত্রণায় তোমার দুয়ারে দাঁড়িয়ে
চিৎকার করে পাঠ করে কোন ধারাপাত !
ঠিকানাবিহীন খাম নয়, একটি দগ্ধ হৃদয়
তোমার উদ্দেশ্য পাঠালাম এ কঠিন সময়ে ।
যখন প্রীতি স্মৃতি হয়ে
কড়া নাড়ে আপনের দরজায় ।
ঠিক এমনই এক সময়ে
তোমারে বার্তা পাঠিয়ে প্রতীক্ষায় রইলাম উত্তরের ।
অথচ, কখনো তুমি আপন ছিলে না ।