খেলার ছলে ভেঙ্গে দিলে তুমি
স্বপনে বুনানো ঘর
স্বর্গে বসে তাই তো কাঁদে
বেহুলা-লখিন্দর  ।


কেমন করে পারলে তুমি
করতে এমন ছল
মজনুর চোখে কষ্ট বানে
ঝরছে নোনাজল  ।


তোমার মনে নাই কি দয়া
নাই কি অনুরাগ
তোমার ছলে কাঁদে নয়ন
ভাঙ্গে মনোবাগ ।


তোমার ছলে পাষাণের বুকেও
ওঠে মরুঝড়
বেদনার কাছে সপে আমারে
হয়ে গেলে তুমি পর  ।