আমি আমাকে বদলে নেব মরণ ছোবলে
তবু দেব না তোমায় ভালবাসা
তুমি যে বিশ্বাস নিয়েছো কেড়ে
পুড়িয়েছো অবিশ্বাসের অনলে  ।
জলাঞ্জলি দিয়েছি স্মৃতিময় অতীত
বদলে ফেলেছি হৃদয়ের গঠন
তুমি তোমার পথ দেখো
আমি চলি আমার মতন  ।
ভুল পথে হেঁটে হেঁটে
পথের সীমা বাড়াতে চাই না আর
হৃদয় পথ সংকুচিত করেছি
সেথায় তোমার দেখা মেলা ভার  ।
তোমার পথ চেয়ে নয় কোন কালক্ষেপণ
স্বপ্ন ঘোড়ায় চড়ে নয় কোন পথ চলা
বাস্তবতার পরাকাষ্ঠে আমি
আবেগ দিয়েছি জমা  ।
কষ্টের মিছিল যতই আসুক আমার পথ ধরে
আমি পরোয়া করি না তা
তবু আমি বিবেকের কাছে হারতে চাই না আর
হতে চাই না পরিহাসের কোন রাজপুত্র  ।
অনেক কেঁদেছি; ভেসেছি চোখের জলে
এবার শক্ত করেছি হৃদয় বেদি
তুমি যা পেরেছো আমি কেন নয়  ?
হোক তাতে ক্ষতি যা কিছু; হোক জীবনের ইতি  ।