শুধু তোমার ছল নয়, অদ্ভুত কিছু হাসি
একটু অভিমান আর ক'ফোঁটা চোখের জলে
অনেকগুলো দিন হয়ে গেছে গত  ।
একটি ঘরের আশায়
দু'জনে মিলেছিলাম শূন্য বালুচরে ।
যেখানে প্রতিনিয়ত ঝড়ো হাওয়ার সাথে
মিতালি করে কাটিয়েছি ক্ষণ,
আজও কেটে যায় তেমনি প্রহর
তবু ঘর হয়নি ।
কি করে হবে ঘর !
বিশ্বাস নামক খুঁটিগুলো
ঘরের জন্য গড়ে দেয় ভিত্তি ।
কিন্তু আমাদের সে খুঁটি কোথায় ?
সে তো সামান্য হাওয়ায়
উড়ে যায় শূন্যতায়  ।
ভালবাসা নামক ঘরের ছাউনি
মাটির ধরায় আজ দুষ্প্রাপ্য ।
তবে কি তোমার আমার ঘরের স্বপ্ন
স্বপ্নেই হবে ইতি !
না, আমার ঘর চাই; একটি সুখের ঘর ।
যেখানে থাকবে ছল নয় হাসি
চোখের জল নয়, সেথায় করবে বাস
শুধু ভালবাসাবাসি  ।
যেথায় থাকবো শুধু আমি তুমি
এবং সুখ রাশিরাশি  ।