নিয়তি হয়ে কেন ধরা দিলে আজ
আমার পৃথিবীর বুকে
কেন এঁকে দিলে পদচিহ্ন তোমার ?
দিবে তবে কেন এলে না
আজ হতে ঢের আগে
যখন আমার পৃথিবীতে ফুটেছিল
প্রথম সে কলি
কাউকে ভালবাসবার তরে  ।
কিংবা আমিই কেন বা এলাম
তোমা হতে ঢের আগে
যখন তুমি ছিলে না এই পৃথিবীর পথে ।
যেখানে দাঁড়ায়েছি আজ স্থির
অস্থিরও বটে  !
শূন্যতাও জুড়ে আছে বুক
তবু পারি না বলতে কিছুতেই
ক্ষণিকের তরে এসে শূন্যতা করে দেবে দূর  ?
মিছে করে বলে শুধু
ভালবাসি তোমারে ক্ষণিকের তরে  ।
আমি নীল জোনাকি
জ্বালি না'তো আলো কিছু
শুধু নীল কষ্টই জ্বলে ধিকিধিকি  ।
হৃদয় জমিন পাড়ে
তোমারই ছায়া পড়ে শুধু
বারবার তুমিই আসো ফিরে  ।
জীবনের এমন দিনে এসে
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই,
যখন জীবনেরে হাতছানি দেয়
বিদায়ের ধ্বনি এসে করুণ সুরে  ।
নিয়তির নিষ্ঠুরতায় শূন্য হৃদয় আজ
শুধু অপেক্ষাতে রই বসে,
বিধাতার নিমন্ত্রণে দিতে সাড়া
পৃথিবীর মায়াজাল ছিন্ন করে  ।
তবু আমি কিসের আশায়
মিথ্যার মোহে ভুলে তোমাতেই পড়ে আছি
তোমারে ভালবাসবার তরে ।
আমি জানি, সে তো ভুল
তবু কেন জানি দূর হতে
অথবা তোমার দৃষ্টির আড়ালে
তোমারেই দেখি বারবার,
সত্যিই একি ভুল  !
নাকি, তারেই ভালবাসা বলে ?
জানি আমি, তোমার হৃদয় তলে
যেখানে ভালবাসার বাস
সেখানে আর যাই থাকুক
ঘৃণা ছাড়া কিছু নেই আমার তরে ।
তবু ভালবাসি; ভালবেসে যাবো
যতদিন প্রাণ আছে এই দেহ ঘরে ।
তুমি যাও দূরে সরে; ঢের দূরে
সুখেরে লয়ে করো বাস,
যতদূর পারি আমিও যাবো চলে
তোমারে ছোঁয় না যেন আমার দীর্ঘশ্বাস  ।