মেঘ বলে বৃষ্টিকে ঝরতে দেবে না সে
কোন কালে এই পৃথিবীর বুকে
পারে কি রাখতে ধরে তাকে ?
বৃষ্টি, সে তো ঝরে পড়ে অবশেষে  ।
সূর্য চায় না কিরণ তাকে ছেড়ে
আলোকিত করুক পৃথিবীকে
পারে কি রাখতে ধরে তাকে ?
কিরণ, সে তো ছুটে আসে পৃথিবীর বুকে।
চাঁদ চায় না জোছনা তাকে ছেড়ে
আছড়ে পড়ুক আলো ছড়াতে রজনীর বুকে
পারে কি রাখতে ধরে তাকে ?
জোছনা, ঠিক আলো ছড়ায় অন্ধকারের বুকে  ।
দিন চায় রাত যেন করতে না পারে গ্রাস
দিনের আলোয় আলোকিত পৃথিবীকে
পারে কি রাখতে ধরে তাকে ?
রাত, সে তো নিজের নিয়মেই আসে পৃথিবীতে ।
মিথ্যা সদা চায় সত্যকে ঢেকে রেখে
মিথ্যার রাজত্ব কায়েম করতে পৃথিবীতে
পারে কি রাখতে ধরে তাকে ?
সত্য, সে তো উঁকি দেয় মিথ্যাকে ঢেকে রেখে  ।
সবার মত আমিও চেয়েছিলাম তোমাকে
ভালবাসা দিয়ে বেঁধে রাখবো এ জীবনের সাথে
রাখতে পারিনি, ঠিক তুমি চলে গেছো
দুঃখ সাগরের অকূল পাথারে ভাসায়ে  ।