কেমন করে ঝড়ের বেগে
বদলে গেল জীবন পাল
সুর হারিয়ে হঠাৎ করে
কেটে গেল ছন্দ-তাল  ।


অষ্টপ্রহর কষ্টে কাটে
নষ্ট করে জীবন খান
কষ্ট বলো নষ্ট বলো
সবই তো তোমার দান ।


ঝড় ওঠে ভাঙ্গে ঘর
বাড়তে থাকে জ্বালা
দিলে তুমি জনম তরে
সুখের দ্বারে তালা  ।


আমি এখন প্রহর গুণি
উড়াল দিতে ওপাড়ে
সুখ-স্বপ্ন সঙ্গী করে
ভালো থেকো দু'পাড়ে।