তোমার স্বপ্নের রং কি জানো?
খুব যদি ভূল ভেবে না থাকি
তাহলে বলি?
তোমার স্বপ্নের রং সাতরঙা
রামধনু রং.....
সেই রং দিয়েইতো
নিরালায় বসে তোমাকে এঁকেছি
নির্লিপ্ততার চাদরে ঢেকে  রাখলেও
তোমার চোখের তারায় দেখেছি
তোমার স্বপ্নের রং.....
যে সুর তোমার কন্ঠে অবরূদ্ধ
আমি শুনেছি সে সুর....


আমার উদাসী বাউল!
একবার ফিরে চাও?
দ্যাখো কেমন তোমার স্বপ্নের রং এ
রঙিন হয়ে উঠি
তোমার অবরূদ্ধ সুরের বাঁধন টুটুক....
আমিও বেজে উঠি গান হয়ে
কথায় ও সুরে?
       ------------
শুক্লা সান্যাল (৯/৬/১৫)


...