শূন্যতা
------
তুমি ভাবছো তো তুমি পরিপূর্ণ?
সন্তান সন্ততি নিয়ে তোমার
সাজানো গেরস্থালী
ভরাট সংসার....


কাল কিন্তু তুমি শূন্য
পক্ষীশাবক উড়তে শিখেছে
তুমি তখন একা....
তর্কের খাতিরে নিজেই বলবে
যুগের সাথে এ্যাডজাস্ট করতে হবে না?
কিন্তু তোমার দামি ফ্ল্যাট  আসবাবপত্র
তোমাকে ব্যঙ্গ করবে...
স্বজন শূন্য সন্তান শূন্য
এক নির্বাক শূন্যতায় ডুবে যাবে তুমি


হতাশ হওয়ার কিছু নেই...
এই শূন্যতা এখন
সমাজের সংক্রামক ব্যাধি
বুকভরা অনন্ত শূন্য আর শূন্যতা....
শূন্যতাই এখন জীবনের
অনিবার্য পরিনতি......
       -----------
শুক্লা সান্যাল (৬/৮/১৫)