কোন এক মিছিলের পুরোভাগে
তোকে প্রথম দেখেছিলাম
স্লোগানের তীব্রতায় গলার শিরা
ফুলে ফুলে ওঠছে....
মুষ্ঠিবদ্ধ হাত ওপরে তোলা
শক্ত চোয়ালে দৃঢ় আত্মপ্রত্যয়....
রাজপথে মানুষের মুখে বিরক্তির চিহ্ন!
তুই এগিয়ে চলেছিস দৃঢ় পদক্ষেপে
লক্ষ্য সামনে...
আমার চেতনার দুয়ারে হাতুড়ি ভাঙার শব্দ
তোকে আমন্ত্রন পাঠালাম...


সেটাই ছিল মাহেন্দ্রক্ষণ!
যদি আসতিস
সেই ক্ষণ
একটা বিপ্লবের কবিতা হয়ে যেত......
           +++++++
শুক্লা সান্যাল।(২১/৮/১৫)