নীল সমুদ্রে সাদা পাল তুলে
ভেসে যাওয়া নৌকার মতো
নীল আকাশে বেসে বেড়ায়
শ্বেতশুভ্র বলাকার সারি....
আকাশের সাথে প্রানের মিতালি
উড়ে উড়ে কত কথা বলা!
আমার তো ডানা নেই?
ওদের পাখায় তাই রোজ লিখে পাঠাই
আমার সুখ দুঃখের কথা
আমার ভালবাসার গল্প...
ওরা সেকথা জমা রেখে আসে
আকাশের বুকে....
তুমি ভাবছো তো এ কোন আজগুবি কথা?
না না আজগুবি নয়
দেখো কোন একদিন ওরা বৃষ্টি হয়ে ঝরবে....
                 ----------
শুক্লা সান্যাল  (২২/৮/১৫)