আমার পক্ষীরাজ ঘোড়ার ডানা দুটো
ছেঁটে  দেওয়া হয়েছে....
চারপায়ে ছিল সোনার যে খুর সেটা নেই!
বদলে চারটে লোহার বালা পরিয়ে
গরাদের সাথে শিকল দিয়ে বাঁধা.....
আচ্ছা গরাদ দিয়ে কতটুকু আকাশ
দেখা যায় বলতো?
তুই বলবি এ আবার কোন আষাঢ়ে গপ্পো?
এখন কি পক্ষীরাজ ঘোড়া আছে নাকি?
আমি বলি কোন কালেই ছিল না
আজও নেই....
যা আছে তা ইচ্ছে ডানা!
তুই সে ডানায় ভর করে পক্ষীরাজের
পিঠে চড়ে যেতে পারিস সাত সমুদ্দুর
তেরো নদীর পার....
তুই তো তখন রাজপুত্তুর!
আমি ঘুমের দেশে ঘুমন্ত রাজকন্যা....
সোনার কাঠি ছুঁইয়ে যেই না আমায় জাগালি
তেড়ে এল রাক্ষসীদের দল
কিন্তু পক্ষীরাজের সাথে পারবে কেন?
উড়ে এলাম ঘুমের দেশ থেকে
জাগ্রত দুনিয়াই.....
যেখানে পক্ষীরাজ ঠুঁটো জগন্নাথ!
আর তুই আমি আমরা সবাই এক
অদৃশ্য নিয়মের শৃঙ্খলে বাঁধা
আরও অদ্ভূত এদেশের মানুষ
যারা জেগে ঘুমায়.....
       *******
শুক্লা সান্যাল (২৯/৯/১৫)