আরশি পারে এই যে মেয়ে , কাজল চোখে আঁকো !
ভালোথাকার অভিনয়েও , পারলে ভালোথেকো ...


মুক্তোঝরা হাসি যে মেয়ের , হাসিতে লুকোনো দাগ ;
লোকদেখানো হাসির মতো , সে ও ভালোথাক ...


আঁচলে সে আকাশ ঢাকে , কালবৈশাখী ডাকে খোলা চুলে ,
সেই মেয়েটাও থাকুক ভালো , বুকে লুকোনো ঝড় ভুলে ....


যে মেয়েটা আটপৌরে , তুলসী তলায় দীপ জ্বালায় সাঁঝে ,
সেই মেয়েটাও ভালো থাকতে শিখুক , ঘরে ব্যস্ত থাকার মাঝে ....


যে মেয়েটা আধুনিকা , ঘরে বাইরে সামলায় এক হাতে ,
সেই মেয়েটাও থাকুক ভালো , না ভিজিয়ে বালিশ রাতে ......


নারী মানেই দশভূজা ? চাই রূপে লক্ষ্মী গুনে সরস্বতী ?
সবার মাঝে ভালো থাকাই আসল , মন ভালো না থাক -
নেই ক্ষতি ......