দু-চোখ জুড়ে মেঘ ঘনালো, মনেতে নিম্নচাপ ;
   মন খারাপের পারদ চড়ায় , অভিমানের উত্তাপ ;
           দূরত্ব বাড়ে দু-হাতের মাঝে ,
              জমে না বলা কথার স্তূপ ;
            ঠোঁট আর কথার বিষম যুদ্ধে
            এখন চোখের ভাষাও চুপ ....
           উষ্ণায়নে নাকি গলছে বরফ !
            তবুও মনে বিধছে বরফকুচি ;
          অহংবোধের  হিমশীতল  রাজ্যে ,
        ভালোবাসার  গাছ  আজ  পর্ণমোচী ....