হাজার পোশাকী নাম মাঝে ,
ডাকনাম ছোঁয়াচে ভীষণ ;
সবাই ডেকেছে ভালোনামে ,
ডাকনামে , তুমি ছুঁয়ে আছো মন ...
লেখা চিঠি হারিয়েছে কবেই ,
থেকে গেছে হলদেটে খাম ,
কাগজের নৌকায় , ভেসেছে ছোটবেলা ,
রেখে গেছে শুধু ডাকনাম ...
মেঘ কে ডেকেছো কোনদিন ?
মেঘেদের ও ডাকনাম থাকে ,
নামহীন পাহাড়ী স্টেশন ,
মেঘেদের ডাকনামে ডাকে ;
ভূগোলে পড়া মেঘ নয় ,
আমার জানলায় এ মেঘের বাড়ি ;
পোশাকী নামে হাই হ্যালো হয় ,
ডাকনাম সাথে হয় , ভাব আড়ি ...
কৃষ্ণচূড়া ডাকো যদি , বসন্ত বারোমাস হবে ,
মেঘ নামে ডেকেছো তুমি ,
জেনো বৃষ্টি তোমাকে ভিজাবে ;
নদী নামে ডাকতেও পারো ,
ঝড় নামেও নেইতো বারণ ;
পোশাকী নাম সমঝদার হলেও ,
ডাকনাম অভিমানী ভীষণ ..
ভালোনাম জানে বই এর মলাট ,
গল্পটা ডাকনামই জানে ,
সব পাখি ঘরে ফেরে না , কেউ থাকা আকাশের টানে ;
পোশাকী নাম যদি ভালো হয় ,
জেনো মন্দ আমার বড় প্রিয় ;
সবাই ভালো নাম হলে ,
তুমি আমার ডাকনাম হোয়ো .....