আমি মুহূর্ত গুনি প্রতীক্ষায় ,
কবে দেখব তোকে আবার ;
জানি না এ সফর দুজনেরই ,
না এ সফর আমার একার ....
কিছু পথ চলা একারই হয় ,
সঙ্গী নিজেই নিজের ;
কারও জীবনে গাছ হয়ে ওঠা ,
স্বপ্ন প্রতিটি বীজের ..
গাছ মানে শুধু প্রাণবায়ু নয় ,
আশ্রয় রোদ জলে ;
প্রতিটি মানুষ আসলে গাছ-ই ,
ব্যথা সারায় মন্ত্রবলে ....
মানুষ থেকে গাছ হওয়ার সফর ,
পুনর্জন্ম ভালোবাসায় ;
আমি বুকের মাটিতে আজও আদর জমাই ,
তুই আমার একার গাছ হবি সেই আশায় ....