কিছুটা রাস্তা এমনিই হোক পথচলা,
কয়েক পা নয়, হাঁটবে আমার সাথে;
এ পথহাঁটার মনজিল নেই জানি,
তবুও অবুঝ ইচ্ছেগুলো ,উড়িয়েছি হাওয়াতে.....
কিছুটা পথ শব্দেরা হাত ধরুক,
কথারা ঝরুক কৃষ্ণচূড়া হয়ে;
বাকিটা রাস্তা রইলে না হয় চুপ,
খোলাচুল হাওয়ায় উড়ুক, তোমার ও কাঁধ ছুঁয়ে...
কথারা করেছে বৃক্ষরোপণ সে পথে,
আসোনি তুমি, তাই বৃষ্টি হয়েছে খুব;
প্রহর কেটেছে, তোমার অপেক্ষাতে,
মন দিয়েছে , অভিমানের নদীতে ডুব...
আবার হঠাৎ বছর কুড়ি পরে,
আমি হাঁটব একা, সেই একই পথ ধরে;
কথা-গাছের ছায়া, ঠিক তোমারই মতো,
ছুঁয়ে থাকবে আমায় , হাওয়াতে ভর করে ...
বদলাবে সময়, বয়ে চলাই নদীর রীতি ;
পথ চলবে তুমি,অন্য হাত ধরে,
তবু ইচ্ছে হলে পেছনে ফিরে দেখো,
পথ আর আমায় ঘিরে,
তোমার এক রয়েছে উপস্থিতি......