হঠাৎ সেদিন,পাহাড় পেল উড়ো চিঠি মেঘ পিওনের ডাকে ,
পাঠিয়েছে সেই চিঠিটা বহু দূরের নদী তাকে।
প্রিয় পাহাড়,
কেমন আছো?আশা রাখি খবর ভালোর,
আজও তোমায় ছুঁয়েই বুঝি দিন শুরু হয় প্রতিদিন ভোরের আলোর..!!
মনে পড়ছে আমায়,সেই ছোট্ট নদী,তোমার বুকেই ছিল ঘর,
আজ সে সব গল্প বুঝি,তুমি বড্ড বেশী পর।
অনেক কথা হয়নি বলা,অনেক গল্প বাকি,
আজও নিয়ে বুকেই তাদের আমি কাব্য করে থাকি।
বুকের আদর নিংড়ে নিয়ে জমিয়ে জলকণা,
সহজ নয় তোমায় ছোঁয়ার আশায় ধূসর এ মেঘ বোনা..
জানো, তোমার বুকে খরস্রোতা আজ মোহনায় শান্ত,
আর কেই বা এমন কপালের চুল সরিয়ে, তাকে বাসতে ভালো জানতো?
জেদ আবদার খুনসুটিরা ,আজও তোমার বাঁকেই রাখা,
আমি সামলে রাখি প্রতি জলের ফোঁটা যারা তোমার আদরে মাখা।
এখনও তুমি কষ্ট বুকে দাঁড়িয়ে থাকো স্থির?
সব ঝড়কে বুঝি শান্ত করো বুকে জড়িয়ে নিবিড়?
সারাক্ষণই পাথর সাজো একবার নাহয় সাজতে মেঘ,
তোমায় ছেড়ে আসতে চাইনি যদি বুঝতে আবেগ।
আজীবন আমি বইতে পারি তুমি পা ভেজাবে বলে,
তাই টুকরো টুকরো গল্প সাজাই রোজই খেলার ছলে।
এবার চিঠি শেষের পালা,সমুদ্র দিচ্ছে ডাক,
তোমার হৃদয় ছোঁয়ার আশায় নদী,হাজার জনম পাক।
ভালো শুধু তোমায়ই বাসা বাকী সবটুকুই ফাঁকা,
তাই তো এ পথ শেষের আগে তোমায় শেষবারের চেয়ে দেখা।
ভালোথেকো পাহাড় সারাজীবন, আজ এখানেই থাক!
সব নদীই নিজের একটা পাহাড় খুঁজে পাক।
মেঘ চাদরে চোখ মুছে নিও আমায় মনে পরে যদি..
ইতি,
তোমার প্রেমে হারিয়ে যাওয়া নামহীন এক নদী