শুনেছিলাম আমার দেশে
"আচ্ছে দিন" আসবে...
দেশশুদ্ধ আম জনতা
সুখের হাসি হাসবে।
সাদা কালোর দ্বন্দ্ব ঘুচে
দূর হবে দুর্নীতি...
বৈষম্য দূরে যাবে
দেশজুড়ে সম্প্রীতি।


আশায় আশায় দিন কেটে যায়
"আচ্ছে দিন"-এর স্বপ্নে
দিবালোকে অলীক স্বপ্ন
দেখছি পরম যত্নে।
হাটবাজারে জ্বলছে আগুন
টাকার মূল্য হ্রাস...
মধ্যবিত্তের জীবন-যুদ্ধ
নিত্যদিনের ত্রাস!


মাতব্বরের হু-হুঙ্কারে
জাত-ধর্মের ফতোয়ায়...
লাভ-জেহাদে রক্ত ঝরে
চরম নৃশংসতায়!
শিশুকন্যা - বধূ - মাতা
সুরক্ষাহীন আজ...
ধর্ষকেদের অভয়ারণ্যে
জ্বলছে নারীসমাজ।


অন্নদাতা চাষীর ঘরে
কাটে অন্নহীন...
গলায় দড়ি দিয়ে ভাবে
আসবে আচ্ছে দিন!
দেশ-মা তুমি স্বাধীন নাকি
স্বাধীন তোমার সন্তানেরা?
রাষ্ট্র যখন ধৃতরাষ্ট্র
নীতিহারা দেশনেতারা!!


তবু ওরা স্বপ্ন দেখায়
"আচ্ছে দিন" আসবে...
ধনী-গরীব একইসাথে
স্বচ্ছ হাসি হাসবে!!
এই কি তবে "স্বচ্ছ ভারত"
"আচ্ছে দিন"-এর নমুনা!
যে দেশে বইছে আজো
গঙ্গা--সিন্ধু--যমুনা!!
------------------------
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)