আমার স্বাধীনতা ছিল
ছোট্ট সুখের নীড়ে...
ঠাম্মা-দাদুর স্নেহ-আদর
মায়ের আঁচল ঘিরে।


আমার স্বাধীনতা ছিল
হলুদ সর্ষে ক্ষেতে...
ধূলো-মাটির গন্ধ মেখে
মেঠোপথে যেতে।


আমার স্বাধীনতা ছিল
সবুজ ঘেরা গ্রামে...
সূর্য ডোবার পর যেখানে
সন্ধ্যা আঁধার নামে।


আমার স্বাধীনতা ছিল
জ্যোৎস্না ভরা রাতে...
হাজার বাতির জোনাক জ্বলা
ঘুটঘুটে অমাবস্যাতে।


স্বাধীনতার স্বাদ ছিল
মস্ত খেলার মাঠে...
ডুব সাঁতারে এপার-ওপার
এঁদো পুকুর-ঘাটে।


স্বাধীনতার স্পর্শ ছিল
শীতের হিমেল হওয়ায়...
ঘাম ঝরানো গ্রীষ্ম কিংবা
প্যাচপ্যাচে বর্ষায়।


স্বাধীনতার সুখ ছিল
মন্দিরে মসজিদে...
দুর্গাপূজার অঞ্জলি আর
রমজানের ঈদে।


ইতিহাস লিখে গেছে
স্বাধীন বাঁচার শর্ত...
কাঁটাতারের বেড়ায় খুঁজি
স্বাধীনতার অর্থ।


স্বাধীনতা আজ খুঁজে ফিরি
ইট-পাথরের খাঁজে...
স্বাধীনতা হারিয়ে গেছে
সুসভ্যতার মাঝে।
-------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)