কবিতার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ....
ঋণটুকু পরিশোধ করতে চেয়েছি কেবল।
আমি কবি হতে চাইনি কোনোদিন!
ঘরছাড়া বেপথু শব্দগুলোকে ঘরমুখো করতে চেয়েছি।
যে শব্দগুলো শত বঞ্চনা আর অপমান ভারে ছিল নির্বাক শব্দহীন....
সেই বঞ্চিত অভিমানী বোবাদের মুখে ভাষা যোগানোর চেষ্টা করেছি মাত্র...
আমি তো কবি হতে চাইনি কোনোদিন!


ছন্নছাড়া আমার ঝুলিতে কিছু নিরীহ অবলা শব্দেরা মিলেমিশে ছন্দের সৃষ্টি করলো যেদিন...
তোমরা ভালোবেসে নাম দিলে কবিতা।
কবিতার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ!
কবিতার কাছেই আমি সত্য বলার সাহস পেয়েছি,
কবিতাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শিখিয়েছে।
কবিতার কাছেই আমি নির্ভীক এবং সাহসী হওয়ার মন্ত্র শিখেছি।
কবিতার কাছে আমার আজন্ম ঋণ....
ঋণটুকু পরিশোধ করে যেতে চাই শুধু,
আমি কবি হতে চাইনি কোনোদিন!!
----------------------------------------
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)