হে ভগবান, তুমি যে মহান!
সৃষ্টি করেছ লাখো লাখো প্রাণ।
পাখির কণ্ঠে সুর দিয়েছো,
সকলের মুখে ভাষা...
মানুষের মুখে দিয়েছো বুলি,
মগজে বুদ্ধি ঠাসা!


আমরা বনানী বৃক্ষলতা
মাটিতে অচল ধীরস্থির,
প্রাণ দিলে তবু দিলে না ভাষা
করেছ মুক ও বধির!
উজাড় করে দিয়েছো সবই
মানুষের কল্যাণে,
তবুও মানুষ আরো বেশী চায়
জ্ঞানে ও বিজ্ঞানে।


ধন্য মানুষ বুদ্ধির জোরে
নিজেকে শ্রেষ্ঠ বলে....
তোমার সৃষ্টি নির্বিচারে
ধ্বংস করেই চলে!!
......................................
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)