(29th জুলাই "ব্যাঘ্র দিবস")


আমরা বন্য, অরণ্য আশ্রয়...
পেটের জ্বালা জুড়োই কেবল
আমরা হিংস্র নই।


তোমরা মানুষ এতই অবুঝ...
কেড়েছো সবুজ বনানী।
পথ ভুলে তাই লোকালয়ে যাই
আমরা অবলা প্রাণী!
নিরুপায় আমরা বড় অসহায়
তবু অকারণ আক্রোশে...
নির্বিচারে প্রহারে প্রহারে
মেরে ফেলো বিনা দোষে!


আমরা বন্য--অরণ্য আশ্রয়...
পেটের জ্বালায় শিকার ধরি;
আমরা হিংস্র নই।
....................................
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)