আনন্দময়ী মাগো...
আমরা থাকি ঘুমিয়ে আর
তোমায় বলি জাগো।


তোমার মাটির মূর্তি গড়ি
চুলচেরা তার বিচার করি।
তোমায় ভুলে থাকি আমি
আপনি ভাবি আপনি মহান!
চোখ থেকেও অন্ধ আমি
তোমায় করি চক্ষুদান।
দুর্গা কালি নাম দিয়ে মা
মিথ্যে খুঁজি স্বান্তনা...
ঘোর আঁধারে এই জগতের
দূর হবে কি যন্ত্রনা?


আমি অকৃতি অধম জেনেও মাগো
মায়ার বাঁধন ছাড়লে না...
মানুষ করে গড়লে তবু
মানুষ করতে পারলে না!


আনন্দময়ী মাগো...
আমরা থেকেই ঘুমিয়ে আর
তোমায় বলি জাগো।
-------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)