শিশুটি রোজ খেলা করে,
একমনে সাগরপারে।
অদ্ভুত তার খেলার নেশা!
সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবিরাম খেলে সে।
বালি দিয়ে ঘর বাঁধে...
ছোট বড় মাঝারি ঝিনুক কুড়ায়...
নুড়ি-পাথর জড়ো করে রাখে অতি যত্নে।
একটা শিশু রোজ খেলা করে,
সাগরপারে একমনে।
পলক ফেলতে হঠাৎ মস্ত সাগরের ঢেউ এসে আছড়ে পড়ে,
নিমেষে ভাসিয়ে নিয়ে যায় তার খেলার যাবতীয় উপকরণ!
খেলার সাথী ছিল যারা,
কোথায় হারালো তারা;
কে জানে কখন!
অবুঝ শিশু হাত-পা ছুড়ে কাঁদে...
কাকে যেন নালিশ জানায়!
সব ভুলে চোখের জল মোছে,
আবার মন দেয় তার চিরাচরিত খেলায়।
খেলার নেশায় বুঁদ হয়ে থাকে অষ্টপ্রহর!
বালি দিয়ে ঘর,
ঝিনুক-নুড়ি-পাথর...
আপন অভ্যাসে জমিয়ে রাখে হাবিজাবি,
না জানি আরো কত কি!
সাগরের ঢেউকে উপেক্ষা করে আদি-অনন্তকাল ধরে হার না মানা বিচিত্র খেলা এই শিশুটির!
--------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)