বিস্ফারিত দু'টি মুগ্ধ নয়ন
বিস্ময়ে দেখি বিশ্বায়ন!
একুল-অকুল ছাপিয়ে এলো
বিশ্বায়নের মহাপ্লাবন।


হাতের তালুতে বিশ্বকে দেখি
রঙিন মোড়কে বাঁধা....
হতবাক যত উচ্ছ্বাসে তত
লাগছে চোখে ধাঁধা!


আবেগে অধীর উন্নত শির
বিশ্ব আমার ঘর....
পরকে আপন করেছি আমরা
আপনকে করেছি পর!


এগিয়ে চলেছি... আমরা পেয়েছি
ডিজিট্যাল এক বিশ্ব....
নিজেকে ভুলে নিজেই করেছি
নিজেই নিজেকে নিঃস্ব!!
--------------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)