মনের সুখে বনের পাখি
ইচ্ছেমতন ওড়ে...
বন্দি খাঁচায় বড় অসহায়
ডানা ঝাপটে মরে!
ওদের বন্দি করে কেন
আমোদ পেতে চাও ?
বাঁধন খুলে ঐ পাখিকে
মুক্তি দিয়ে দাও!
ওরা স্বাধীন, ওরা মুক্ত
ওরা চঞ্চল, ওরা বন্য...
জীবন ওদের সবুজ-ঘেরা
বন - বনানী - অরণ্য।


শিশু যেমন মায়ের কোলে
দীঘির জলে হাঁস....
পুষ্প শোভে তরুশাখে
পাখির খোলা আকাশ।
পরের অধীন তুমিও যেমন
স্বাধীন হতে চাও....
বন্দি পাখির বাঁধন খুলে
স্বাধীনতা দাও।
🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)