রুক্ষ মাটির দুঃখ ভুলায়
শান্ত বারিধারা....
তৃষাকাতর চাতকিনি
আমোদে আত্মহারা।


কি জানি রে কিসের টানে
আসছে ধেয়ে মাটির পানে...
নতুন জীবন ফিরিয়ে দিতে
শুষ্ক মলিন ধরার প্রাণে।


সুপ্ত নদী জেগে ওঠে
অধরে তার হাসি ফোটে...
প্রানের জোয়ার আছড়ে পড়ে
ফুটিফাটা নদীর চড়ে।


বসুন্ধরার কাটলো জরা
নাইরে খুশির অন্ত....
সবুজ ঘাসে নবীন আশে
ভরলো দিক-দিগন্ত।
--------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)