দুগ্গা – দুগ্গা বলে তোরা
বৃথাই কাকে খুঁজিস?
ঘরের মা'কে হেলায় ফেলে
মাটির মা'কে পূজিস!


মাটির মা'কে আকুল হয়ে
মা–মা বলে ডাকিস...
জন্মদাত্রী মা'কে তোরা
বৃদ্ধাশ্রমে রাখিস!


দুগ্গা-মা'কে দেখবি যদি
যা..না, দেখে আই....
হাজার হাজার মা-দুগ্গা
সস্তা দরে বিকায়!


মাটির মাকে পুষ্প প্রদীপ
আদরে আবাহন...
পশুর থাবায় নারী-শিশুর
অকাল বিসর্জ্জন!


মিথ্যে তোদের ছলা-কলায়
পুজো পুজো খেলিস...
মাতৃ-ক্রোড়ে ছোট্ট মা'কে
ভ্রূণেই মেরে ফেলিস!


খড়ের আঁটি..এঁটেল মাটি
বৃথাই পন্ডশ্রম....
বৃদ্ধা মাকে পথে ফেলিস
এমনি তোরা অধম!


দুগ্গা দুগ্গা বলে তোরা
বৃথাই কাকে খুঁজিস...
জ্যান্ত মা'কে পায়ে ঠেলে
মাটির মাকে পূজিস!!
-------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)