ভেদাভেদ কেন করো
বর্ণ ও ধর্মে ?
মানুষের পরিচয়
মানুষের কর্মে।
ভেদ কেন করো মিছে
দলিতে ও ব্রাহ্মনে ?
তফাৎ কি আছে বলো
কবরে ও শ্মশানে ?
মাটির এ দেহখানা
মিশে যাবে মাটিতে;
কে রাজা কে প্রজা
সব এক সারিতে।
মৃত্যুর পরপারে
নেই জাতি-ধর্ম;
মরণের পরে শুধু
বেঁচে থাকে কর্ম।
মানুষেরই অন্তরে
রয়েছেন দেবতা;
ধর্ম সে একটাই
মানবের মানবতা।
******************
✍️সুলেখা রায়।