মাতৃমূর্তি ভেঙে যারা
করলি মায়ের অপমান!
একটিবার দেখ ভেবে তুই
সেই মায়েরই সন্তান!
আজো তোরা বুঝলি না রে
'মা' কথাটির মর্ম...
মায়ের চেয়ে বড় কি তোর
জাতপাত আর ধর্ম?


'কোরান' 'গীতা' লিখলো কে রে,
কোন কলমের কালি?
শশ্মান গোরে ফুল কে ফোটায়
কোন বাগানের মালী?
একই মায়ের রবি-নজরুল
আমরা সবাই মানি...
ভুলিস কেন মহান-নবী
হজরতের বাণী?


ভাইয়ে ভাইয়ে বাধিয়ে বিবাদ
আগুন জ্বালায় যারা...
ধর্ম নামের বর্ম পরে
দাঙ্গা বাধায় কারা?
'ধর্ম' ওদের ধর্ম নয়
লেলিয়ে দেওয়ার কায়দা
রাম রহিমের রক্ত ঝরুক
তাতেই ওদের ফায়দা।


শ্বাস-বায়ুতে একই বাতাস
এক মাটি এক ঠাঁই...
একই আকাশ তলে আমরা
সহোদর ভাই।
কোজাগরী আর ঈদের চাঁদের
আলোর কি হয় তফাৎ?
'ধর্ম' নামের ভাইরাসটা
সমূলে নিপাত যাক।
--------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)