অসংখ্য মানুষের ভিড়ে
বড্ড বেশী রকম একাকিত্বের ভিড়।
একার মাঝে একাকিত্ব,
অনেকের মাঝেও একাকীত্ব।
একাকিত্বের ধরণ অনেক,
মিল ঐ একটা শব্দেই সীমাবদ্ধ
শব্দটা 'একাকীত্ব'।
বিত্তবানের একাকীত্ব,
দারিদ্রের দুঃসহ একাকীত্ব।
একক পরিবারের একাকিত্ব...
চাকুরিজীবি মা-বাবার
একরত্তি সন্তানের একাকীত্ব।
কর্মজীবনে একাকীত্ব...
অবসর জীবনে অসহায় বার্ধক্যের একাকীত্ব।
প্রেমিকের একাকীত্ব...
বৈবাহিক জীবনে অথবা
বিবাহ বিচ্ছেদে একাকীত্ব।
জীবনসঙ্গীকে হারিয়ে একাকীত্ব...
কাছাকাছি পাশাপাশি থেকেও একাকীত্ব।
সব একাকিত্বের রসায়ণ হয়তো আলাদা
কিন্তু কোথাও যেন ভীষণ রকম মিল!
কারণ শব্দটা 'একাকীত্ব'।


সভ্যতা এগিয়ে চলেছে।
পাল্লা দিয়ে সমাজ - সংসার
দেশ ও পৃথিবীর ভেতরে কমছে পরিসর।
সংকুচিত পরিসরে জমছে অন্ধকার!
জমাট অন্ধকারে জন্ম নিচ্ছে আর এক অন্ধকার!
সম্পর্কগুলো আজকাল কেমন যেন
আবেগহীন, দায়সারা!
দৃষ্টির অগোচরে শিথিল হয়ে যাচ্ছে
পারস্পরিক বাঁধনগুলো!


যদি বলি এসো...
আমরা সবাই মিলে,
সম্পর্কের বাঁধনগুলো আলগা হওয়ার আগেই মজবুত করার চেষ্টা করি!
-------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)