স্বাধীনতা সুখ পায়নি স্বদেশ
শৃঙ্খল আজো পায়ে....
সীমান্ত কাঁপে গোলা বর্ষণে
বোমা বুলেটের ঘায়ে।


সংকটে আজো অসহায় জাতি
ফিরে এসো নজরুল....
মাতৃ-মুক্তি পণের মন্ত্রে
রয়ে গেছে আজো ভুল।


বঞ্চিত আজো বঞ্চনা সয়ে
গুমরে কেঁদে মরে...
বুকের ভেতর সঞ্চিত ব্যাথা
লাঞ্ছিত ঘরে ঘরে।


             ঘরের লক্ষী পশুর থাবায়
             শিশুরা গুনছে মাশুল...
             ওদের মুখে যোগাতে ভাষা
             ফিরে এসো নজরুল!


ধূলায় মলিন হয়ে আছে আজো
ধরণীর সন্তান.....
শোষণে পেষনে লিপ্ত যারা
তারা নাকি ভগবান!


প্রতিবাদ আজ কণ্ঠ-রুদ্ধ
প্রতিবাদী হয় খুন....
ব্যাভিচারে আজ ছেয়েছে দেশ
জ্বলছে ত্রাসের আগুন।


ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা
জীবনের জয়গান....
জীবনের দানে পেল না কিছুই
মিথ্যে সে বলিদান।


          ফিরে এসো তুমি ফিরে এসো কবি
          ফিরে এসো মহাজ্ঞানী....
          সাম্যের গান গাইতে এসো
          শোনাতে প্রেমের বাণী।।
.................................................
✍️সুলেখা রায়।(ভারত)