কাল ছিল গলাব্যাথা আজ ভুগি সর্দিতে!
রোগ-ব্যাধি হয় নাকি অন্যের মর্জিতে ?
হাঁচি কাশি হাঁপানি, হয় যদি জ্বর গো;
সবই নাকি করোনা-রোগ উপসর্গ!


পেটে ব্যথা - চুলকানি সেও নাকি লক্ষন!
ভেবে ভেবে দিশাহারা হয়ে ওঠে প্রাণমন।
সাধারণ রোগভোগ কার নেই দুনিয়ায় ?
কোভিডে'র রুগী তবে দুনিয়ার সব্বাই ?


হাঁচি-কাশি মানা দেখি রকমারি গুজবে!
জ্বর-জ্বালা হলে পরে একঘরে হতে হবে!
আত্মীয় প্রতিবেশী কেউ নেই আজ পাশে...
বন্ধুও দূরে আজ করোনা-র ঘোর ত্রাসে!


করোনা ধরলো বুঝি ভেবে মরি চিন্তায়...
পাড়া-ছাড়া হবো ভেবে কাটে সারা দিনটাই।
রাস্তার ধারে পরে অসুস্থ অসহায়...
দেখেও দেখে না কেউ, ধুঁকে ধুঁকে মারা যায়।


এ কেমন বেঁচে থাকা!এই কি জীবন!
মানবতাহীন আজ মানুষের মন।
যুগে যুগে মহামারী রেখে গেছে ইতিহাস
সেদিনও কি ছিল এত নিষ্ঠুর পরিহাস!!
--------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)