আমাদের পাড়াতে
আছে এক ডাক্তার...
সারাটা শহর জুড়ে
ভারী নাম ডাক তার!


এম.ডি.--এম.বি.বি.এস.--কার্ডিওলজিস্ট
আরও কত ডিগ্রি, গোল্ড মেডেলিস্ট!!


রোগী দেখবার আগে
ফিস নেন এডভান্স...
নাড়ি টিপে বলে দেন
রোগ ভারী সিরিয়াস।


মোটা ফিস নিয়ে বলে, নেই কোনো টেনশন
প্রতিদিন  একখানা  শুধু  ইনজেকশন।


দিন যায় মাস যায়, রোগ সারে কই!
রোগ  আর ওষুধেই জেরবার  হই!!


একদিন পাড়া জুড়ে
ভারী গোলমাল...
শুনি সেই ডাক্তার
ভুয়ো, মানে জাল!


রুগী যত ছিল তাঁর
ভাঁজ পরে কপালে...
জাল-ডাক্তার গেছে
পুলিশের জালে!


জাল আর ভেজালে জঞ্জাল দেশময়...
দেশ জুড়ে এ কি খেলা ভেবে ভেবে সারা হই!!
...........................…..................
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)