যদি গাছেরাও একদিন কথা বলে ওঠে!
যদি ওদের মুখেও অব্যক্ত বেদনার ভাষা ফোটে!!


যদি গাছেদের শরীরেও লাল রক্ত বয়!
যদি কুঠারাঘাতের বিরুদ্ধে ওরা সোচ্চার হয়!!
একদিন সত্যিই যদি প্রতিবাদ ওঠে...
ঐ বোবা সবুজের শুকনো ঠোঁটে!


সেদিন থমকে যাবেনা তো সভ্যতার উড়ান??
নাকি পৃথিবী জুড়ে বয়ে যাবে রক্তের বান!!
.....................................................
(৫ই জুন..."বিশ্ব পরিবেশ দিবস")
      সবুজ নিধন আর নয়......