শহরতলীর আটপৌরে সরু ঘিঞ্জিগলি
দেবতাদের আঁতুরঘর ঐ যে কুমোরটুলি।
মাথার ওপর খোলা আকাশ
অভাব অনটন....
স্যাঁতস্যাঁতে ঐ ঘুপচিঘরে
সহজ জীবন যাপন।
মাটির তালে গড়ছে ঠাকুর করছে চক্ষুদান
স্নেহের ছোঁয়ায় দেবতারা পাচ্ছে ধর-এ প্রাণ।
ছয় ঋতুতে পাওনা ওদের
রোদ- বৃষ্টি- বাদল...
নেই অভিযোগ নেই অভিমান
হাসিটুকুই সম্বল।
কুমোরটুলির গরীবখানায় দেবতা পায় জীবন
সৃষ্টিকর্তার মাথার উপর নেই আচ্ছাদন!
..................................................
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)