কোনটা খাঁটি আর কোনটা মেকি মনে দ্বন্দ্ব জাগে
আজকে যার মুখ দেখি কাল দেখি তার মুখোশ।
চেনা পৃথিবীটা মাঝে মাঝে বড় অচেনা লাগে,
কোনটা খাঁটি আর কোনটা মেকি মনে দ্বন্দ্ব জাগে।
মুখ-মুখোশের মস্ত ফারাক বুঝিনি তো আগে-
বারে বারে আস্থা হারাই সেটা কি আমার দোষ!
কোনটা খাঁটি আর কোনটা মেকি মনে দ্বন্দ্ব জাগে
আজকে যার মুখ দেখি কাল দেখি তার মুখোশ।
----------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)