ফুলটা সবে পাপড়ি মেলেছিল।
পৃথিবীর কোনো পাপ তখনও তাকে স্পর্শ করেনি।
তার নিষ্পাপ হাসি ছড়িয়ে দিয়ে পৃথিবীর গ্লানির বোঝা খানিকটা লাঘব করতে চেয়েছিল সে।


কিন্তু পারেনি!
বিষধর কীটের ছোবলে ছোবলে সেই ফুলের মতো একরত্তি মৃতপ্রায় শিশুকন্যাটি ধর্ষিতা নাম পেয়ে খবরের শিরোনামে।
তার নরম পাপড়িগুলো একটা একটা করে খসে পড়ছে!
ধিকি-ধিকি শ্বাসটুকুই যা বাকি!


মানুষরূপী চিল,শকুন, হায়নাদের লোলুপ দৃষ্টি থেকে সদ্য ফোটা ফুলগুলোকে রক্ষা করবে
কে??
এ সভ্য সমাজে ওরা কতটা নিরাপদ?
কন্যারা ধর্ষিতা, নাকি ধর্ষিত এই সমাজ??
------------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)