স্বাধীনতার সাত দশকে অর্থ খুঁজি স্বাধীনতার-
শিশুশ্রম আজো বহাল,ধর্ষিতা কন্যা-মাতা,
স্বাধীন দেশের বাইরে আলো ভেতরে ঘন অন্ধকার;
স্বাধীনতার সাত দশকে অর্থ খুঁজি স্বাধীনতার।
কৃষক-মজুর অন্নহীন দারিদ্র্য আর অনাহার-
শাসক রূপে শোষক যাঁরা তাঁরাই দেশের ত্রাতা,
স্বাধীনতার সাত দশকে অর্থ খুঁজি স্বাধীনতার;
শিশুশ্রম আজো বহাল ধর্ষিতা কন্যা-মাতা!
------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)