লেখাপড়া কি জিনিষ
জানে কি ওই ছেলে?
জন্ম হতেই জীবনটা যার কাটছে অবহেলে!
শিশুকালের প্রত্যুষে যে
হারায় শৈশব...
জানে কী সে কলম কালি রঙিন বইসব।
হাড় জিরজির পাংশু দেহ
বিস্ফারিত চোখে....
ফারাক খোঁজে এই দুনিয়ার গরীব বড়লোকে।


পেটভরে রোজ খাওয়া কি,
জানে কি ঐ ছেলে?
ধন্য যে হয় একবেলা রোজ,
দু-মুঠো ভাত পেলে!
শিশু-শ্রমিক থাকবে না আর,
নেতার ভাষণ ঝরে...
ঐ ছেলেটা সেই নেতারই
জুতো পালিস করে!


শিশু--শ্রমিক শব্দ দু'টির
থাকুক ব্যবধান...
ভারত মায়ের সকল শিশু
হয় যেন সমান।।
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)