বন্য জীবন ছেড়ে আমরা সভ্য হলাম।
জীবনের প্রয়োজনগুলো যে কোনো মূল্যে করায়ত্ত করলাম।
প্রকৃতির সজীবতা হরণ করে জল-স্থল-অন্তরীক্ষে সভ্যতার জয়ধ্বজা উড়িয়ে দিলাম।
আকাশের নীরবতা... পাতালের নিস্তব্ধতা আর পর্বতের ধ্যান ভঙ্গ করে বিজয় রথের চাকা ঘুরিয়ে দিলাম।
পৃথিবীর বিপন্ন জীবনগুলোকে অবহেলায় ফেলে রেখে ভিন্ গ্রহে জীবনের সন্ধানে নিমগ্ন হলাম।
সভ্যতার শিখর ছুঁয়ে, উত্তরোত্তর প্রগতির নেশায় বিশ্বটাকে হাতের মুঠিতে পুড়ে এতো জোরে  চেপে ধরলাম যে, পৃথিবীর প্রবল শ্বাসকষ্ট টের পেলাম না!
হাজার হোক আমরা সভ্য মানুষ এবং শ্রেষ্ঠ জীব!
বারংবার শ্রেঠত্বের প্রমান দিতে গিয়ে জ্ঞানে কিংবা অজ্ঞানে লোভ আর ঔদ্ধত্বের সীমা লঙ্ঘন করে ফেললাম।


অথচ একুশ শতকের এক দুঃসাহসী ক্ষুদ্রানুক্ষুদ্র ভাইরাস এসে ঠাট্টা করে বললো....
"তোমরা আজো মৃত্যুকে জয় করতে পারলে না!!!!"
---------------------------------------
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)