একটা তুমুল ঝড় এসে যদি
বিলাসী অভ্যাসের দাসত্ব থেকে
খানিক মুক্তি দেয়...
তবে ক্ষতি কি!
একটা ঝড় এসে যদি
দামী সুখগুলো লুঠ করে নিয়ে
কিছু সময়ের জন্য
সুখের সংজ্ঞাটা বদলে দেয়...
তবে ক্ষতি কি!
একটা ঝড় এসে যদি
উঁচু ও নীচুতলার বেড়া ভেঙে দিয়ে যায়...
তবে ক্ষতি কি!
একটা ঝড় এসে যদি
টিভি সিরিয়ালে মুখ গুঁজে থাকা
একাচোরা মানুষগুলোকে প্রায় ভুলে যাওয়া
প্রতিবেশীদের মুখোমুখি
খানিক সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার
অবকাশ দেয়...
তবে ক্ষতি কি!
একটা ঝড় এসে যদি
আত্মবিস্মৃত মানুষগুলোকে
সুখী গৃহকোন থেকে টেনে হিঁচড়ে বার করে
করপোরেশনের জলের লাইনে
দাঁড় করিয়ে দেয়...
তবে ক্ষতি কি!
একটা ঝড় এসে যদি
ডিজিট্যাল স্বপ্নের দুনিয়া থেকে
এক ধাক্কায় বাস্তবের কঠিন মাটিতে
আমাদের আছড়ে ফেলে দেয়...
তবে ক্ষতি কি!
একটা ঝড় এসে যদি
দুঃসহ যাপনের তীব্র অনুভূতিগুলোকে
খানিক পরখ করতে শেখায়....
তবে ক্ষতি কি!!


ঝড় তো আসবেই ঝড়ের নিয়মে।
আবার থেমেও যাবে আপনারই ঢঙে।
হয়তো রেখে যাবে কিছু ধ্বংসের ক্ষত!
অক্ষত রেখে যাবে কিছু ভয়ঙ্কর স্মৃতি!
‌তবু একটা ঝড় এসে যদি
সভ্য সমাজের মুখ আর
মুখোশের ফারাকটা বুঝিয়ে দিয়ে যায়...
অনাগত ভবিষ্যতে আবারও
কোনো ভয়ালরূপী প্রলয়ঙ্করী
ঝড়ের চোখে চোখ রেখে
পাঞ্জা লড়ার প্রেরণা ও
সাহস জুগিয়ে যায়...
তবে ক্ষতি কি!
তবে ক্ষতি কি!!
*********************
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)