বর্ষা তোমার প্রিয় ঋতু
আরাম উপভোগ...
ছাদবিহীন আমার ঘরে
অনেক অভিযোগ।


তোমার মাথায় শক্ত ছাদ
রাত্রে সুখের ঘুম...
আমার মাথায় টুপটাপ
রাত্রি নির্ঘুম।


বর্ষা দিনে তোমার ঘরে
খিচুড়ি ইলিশ-ভাজা...
আমার দু'টো শুকনো রুটি
আমি পথের রাজা।


পথের ধারেই জন্ম আমার
পথেই জীবন মরণ...
তোমার ঘরে শ্রাবণ আসে
আমার ঘরে প্লাবন।


বর্ষা তোমার কাব্যগীতি
আমার দীর্ঘশ্বাস...
তোমার প্রিয় বর্ষা আসে
আমার সর্বনাশ!!
-------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)