আমি পুরোনো বছর(2021)!
সময়ের শাসনে আমিও আজ প্রবীণ!
তোমাদের সঙ্গে আর মাত্র কয়েকদিন!
কিছু ভালো কিছু মন্দ,
কিছু কান্না-হাসি!
যত না পেয়েছি...
হারিয়েছি তারও বেশী!
প্রতারণা সয়েছি কত!
দেখেছি নৃশংসতা!
দেখেছি ক্ষয়িষ্ণু মানবিকতার
ঘৃণ্য পাশবিকতা!
রাতের অন্ধকারে পরিত্যক্ত সদ্যজাতের
অস্ফুট ক্রন্দন শুনেছি!
নীরব দর্শক আমি অসহায়!
শুধু একটা সকালের জন্য
কত শত প্রহর গুনেছি।


সদ্য ফোটা ফুলের নরম শরীরে দেখেছি
বিষাক্ত কীটেদের ভীড়!
কান পেতেছি দীর্ঘশ্বাসে বিপন্ন পৃথিবীর!
দেখেছি অন্যায় আর অপশাসনের রক্তচোখ!
জরাগ্রস্থ সমাজের প্রাণঘাতী ক্ষয়রোগ!
হিংসা-হানাহানির অশনি নির্ঘোষ!
দেখেছি অত্যাচারিতা প্রকৃতির
আত্মঘাতী রোষ!
দেখেছি মানুষ ও মনুষ্যত্বের অমিল!
নিষ্ঠুর হত্যা আর মৃত্যুর মিছিল!


আমি পুরোনো বছর!
আমি প্রাচীন আমি প্রবীণ!
নতুন প্রভাতে নতুন আলো নিয়ে
আসুক সে নবীন(2022)।
সময়ের অমোঘ ইশারাতে...
চলে যেতে হবে আমাকে!
চলে যাবো!
তবু যেতে যেতে বলে যাবো,
ভালো থেকো তোমরা...
ভালো রেখো তাকে!
ভালো রেখো তাকে!
------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)
★আসন্ন ইংরাজি নববর্ষের(2022)
আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানাই🙏